আল আমিন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ানে ১১জনকে কুকুরে কামড়ে আহত করেছে। মঙ্গলবারও বুধবারে এ ঘটনা ঘটে । এদের মধ্যে মোঃ তোফাজ্জেল আকন কে গুতর অবস্থায় গলাচিপা হাসপাতালে ও মোসাঃ রাসেদা (অন্তঃসত্তা) কে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতরা হলেন উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ানের নয়াভাংগুনী গ্রামের মোঃ নুরহোসেন মিস্ত্রীর মেয়ে মোসাঃ অনিমা(৫) মোঃ তোফাজ্জেল আকন (৬৫)মোঃ মনির (৩৫ মোঃ আনিচ সরদার (৪৫)একই ইউনিয়ানরে ছোটবাইশমদিয়া গ্রামের মোঃ জাকির শিং (২৫) মোঃরানা মৃধা (২০) আঃ কাসেম (৭০)মোসাঃ হুমায়েজা (৭) মোসাঃ রাসেদা(অন্তঃসত্তা) (২৬) মোসাঃ আরবী (৬) মোঃ তরিকল ইসলাম(১৬)
ছোটবাইশদিয়া গ্রামের মোঃ মনজু হাওলাদার বলেন ,এলাকায় প্রায় সব কুকুরই বেওয়ারিশ এদের উৎপাতে আমরা প্রতিদিন সমস্যায় পরি । আমরা কুকুরের এই উৎপাত থেকে বাঁচতে চাই।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন আমি বিষয়টি জানিনা খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো ।
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / রাঙ্গাবালীতে কুকুরের কামড়ে অন্তঃসত্তা সহ্ ১১জন আহত ২জন হাসপাতালে ভর্তি
Check Also
রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ
মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …