এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :
গতকাল তালার মাঝিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক মরহুম প্রধান শিক্ষক শওকাত হোসেন জোয়াদ্দারের স্বরনে এক শোক সভা ও দোয়া অনুষ্টান অনুষ্ঠিত হয় । মাঝিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু চন্ডিদাস হাজরার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন,সাংবাদিক জাহাঙ্গীর হাসান,সাংবাদিক জলিল আহমেদ,শিক্ষক আলহাজ্ব মোঃ আবুল হোসেন, আলহাজ্ব গাজী মুহাম্মদ আব্দুস সাত্তার। শোক সভায় বক্তব্য রাখেন শিক্ষক শিবুপদ দত্ত, এসএম কলিম উদ্দীন, আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান, প্রয়াত শিক্ষক শওকত হোসেনের পুত্র আক্তার হোসেন মিঠু, আধ্যাত্মিক সাধক এজাহার আলী স্মৃতি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, শেখ আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল আলিম, সাবেক ইউপি সদস্য শেখ সিদ্দিকুর রহমান, এ্যাডঃ কবির আহমেদ, মরহুমার একমাত্র নাতী মোঃ খায়রুল বাশার সহ প্রয়াত শিক্ষকের পুত্র ও কন্যাদ্বয় প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন মরহুম শিক্ষক শওকাত হোসেনের নীতি ও আদর্শ আমাদের সকলের মধ্যে ধারণ করা উচিত । অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আব্দুল আলীম।
