এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের তথ্য উপদেষ্টা সৈয়দ দিদার বখ্ত সোমবার সকালে তালা সরকারি কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নিজস্ব তহবিল(কন্যা সৈয়াদা তপা হাসেমীর) থেকে বৃত্তি প্রদান করেছেন। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফার সভাপতিত্বে¡ প্রভাষক সুজয় নন্দীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত,বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার,উপাধ্যক্ষ প্রফেসর হুমায়ন কবীর । অন্যানোদের ভিতরে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রবিউল ইসলাম,আশুতোষ,প্রভাষক জয়দেব কুমার ঘোষ,হাদিউজ্জামান,ফয়সাল রেজা.ছাত্রসমাজনেতা এসএম হাসান আলী বাচ্চু,জাপা নেতা কাজী বাবু সহ সকল বিভাগের প্রভাষক ,অবিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ১০ মেধাবী শিক্ষার্থীর মাঝে ২হাজার টাকা করে বৃত্তি করা হয় ।
