এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় তালা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়ে। শিল্পকলা একাডেমীর হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, ভাইচ চেয়ারম্যান ইখতিয়ার হোসেন , সি:মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান সহ সরকারী কর্মকর্তা, কর্মচারী, সুশীল সমাজের নেতুবৃন্দ ও মাছ চাষী প্রমুখ ।
