শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা সংবাদদাতা ঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামগঞ্জ আলিম মাদ্রাসা সভাপতি ও উত্তরাঞ্চলের প্রখ্যাত বক্তা আলহাজ্ব ক্বারী মুসলিম আলী (৮৬) বার্ধক্য জনিত কারণে গতকাল বুধবার সকালে উপজেলার পশ্চিম রামজীবন গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে………………রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে, আট কন্যাসহ অসংখ্যক গুণগ্রাহী রেখে যান। তিনি ওই গ্রামের মৃত্যু শাফায়েত উল্লাহ্’র ছেলে। বুধবার বাদ আসর মাদ্রাসার মাঠে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান মাজেদুল রহমানসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ বিদাহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি চরমোনাই পীরের মুরিদ এবং জেলা ও উপজেলা কমিটির দায়িত্ব পালন করেছেন।
