আল আমিন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ছাত্রদলের চারটি ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুজ্জামান জাকির ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের যৌথ স্বাক্ষরে অনুমোদিত ওই কমিটিগুলোর চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, ছাত্রদলের ১৭ সদস্য বিশিষ্ট উত্তর রাঙ্গাবালী ইউনিটের কমিটিতে সভাপতি আমিনুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক নিয়াজ রাব্বি, ১৮ সদস্য বিশিষ্ট বড়বাইশদিয়া ইউনিয়নের কমিটিতে সভাপতি সাইমুন ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক জুবায়েদ আল মামুন, ২৩ সদস্য বিশিষ্ট ছোটবাইশদিয়া ইউনিয়নের কমিটিতে সভাপতি আমিরুল ইসলাম আলাল ও সাধারণ সম্পাদক আল ইমরান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক জুবাইদুল ইসলাম মিথেল, ২০ সদস্য বিশিষ্ট দক্ষিণ রাঙ্গাবালী ইউনিটের কমিটিতে সভাপতি সাইদুল প্যাদা ও সাধারণ সম্পাদক তাহের মাহমুদ।
উল্লেখিত ছাত্রদলের চারটি ইউনিটের নেতৃবৃন্দকে আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি উপজেলা ছাত্রদলের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
