সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা :
স্কুল থেকে বাড়ি ফেরার পথে পটুয়াখালীর গলাচিপা পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে শ্লীলতাহানীর চেষ্টা করে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটছেে গত রোববার দুপুরে উপজলোর পানপট্টি ইউনয়িনরে তুলাতলী গ্রামে। এঘটনায় সোমবার দুপুরে ৩ সন্ত্রাসীকে আটক করে পুলিশে র্সোপদ করেছে স্কুল র্কতৃপক্ষ। ওই ছাত্রীর পরিবার ও স্কুল র্কতৃপক্ষ জানায়, উপজলোর পানপট্টি গ্রার্মদন গ্রামের পানপট্টি মাধ্যমকি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তুলাতলি গ্রামের কানাই কাপালরি বাড়ির কাছে এলে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেল চৌকিদাররে নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র প্রর্দশন করে অপহরণ করে পাশের নির্জন পুকুর পাড়ে ঝোপের আড়ালে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় সন্ত্রাসীরা মোবাইল ফোনে ওই ছাত্রীর অশ্লিল ছবি তোলে। এক র্পযায় ওই ছাত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী ও স্কুল র্কতৃপক্ষ ছাত্রীকে উদ্ধার করে। এঘটনায় সোমবার দুপুরে ওই সন্ত্রাসীরা স্কুলে এসে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের হুমকি দিলে উত্তেজতি ছাত্র-ছাত্রীরা সন্ত্রাসী রুবেল চৌকিদার, ইব্রাহিম ও ইমরানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গলাচিপা থানার উপ-পরিদর্শক জাকারিয়া জানায়, রুবলে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদকসহ আরও অসামাজিক কাজের অভিযোগ রয়েছে।
