এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় এক গৃহবধু বিষ পান করে আত্মহত্যা করেছে। জানাযায়,তালা উপজেলার ঘোনা গ্রামের শিবুপদ দাসের মেয়ে অঞ্জলি দাসের(১৯) সাথে উপজেলার খলিশখালী গ্রামের সুভাষ দাসের ছেলে মধু দাসের সাথে বিবাহ হয়। বিবাহ বিচ্ছেদের কারনে এক বছর ধরে অঞ্জলি দাস তার বাপের বাড়িতে থাকত, গতকাল সবার অজান্তেই উকুন নাশক বিষ পান করে। এলাকাবাসী টের পেয়ে তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসলে রাতেই তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন।
তালা থানা ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করেন।