এস এম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালার ঐতিহ্যবাহী মাঝিয়াড়া জগন্নাথ মন্দিরে বিশাল রথযাএা র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল জগন্নাথ মন্দির প্রাঙ্গনে বাবু উদয় সাধু সভাপত্বিতে শিক্ষক বাবু শ্যামল চৌধুরী ও বাবু বসুঘোষের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের তালা উপজেলা সভাপতি শেখ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার,সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেতা বাবু অনিত কুমার মুখাজী’, সাতক্ষীরা জেলা জাপার সহ- সভাপতি তালা উপজেলা জাপার সভাপতি সাংবাদিক এস, এম, নজরুল ইসলাম, কৃষকলীগের সাতক্ষীরা জেলা সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু, মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস,ছাএলীগের তালা উপজেলা সভাপতি শেখ সাদী, ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক,মুক্তিযোদ্ধা সন্তাান কমান্ডের জেলা সম্পাদিকা বঙ্গবন্ধু পেশাভিক্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাইলা পারভীন সেজুতী, তালা থানার ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম,এস, আই, মোঃ রফিকুল ইসলাম। জগন্নাথ মন্দির প্রাঙ্গণে সহ সকল স্থানে তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেলের নেতৃত্বে নিচ্ছিদ্র নিরাপত্তার ভিতর দিয়ে রথটানা হয়েছে ।আলোচনা শেষে রথের রশি টেনে মাঝিয়াড়া হতে গোপালপুর হয়ে তালা মোবারকপুর পযর্ন্ত প্রায়৪ কিলোমিটার জগন্নাথ দেবের ভক্তরা রশিটেনে নিয়ে যান।
