সঞ্জিব দাস,গলাচিপা, (পটুয়াখালী)সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে ১১০ পিচ ইয়াবা সহ দুই জনকে আটক করেছে পটুয়াখালীর ডিবি পুলিশ । বুধবার গভীর রাতে ডিবির গোয়েন্দা শাখার এস,আই, মোঃ জাফরুল হাসানের নেতৃত্বে চৌকস দল বড় চরকাজলে এলাকায় অভিযান চালিয়ে মো: হাসান আলীর ছেলে রাহাত দজি'(২৮) ও মোঃ মতলেব বেপারীর ছেলে সোহেল বেপারী (২৯)কে আটক করে । এ সময় রাহাত দজি’র কাছ থেকে ষাট পিচ ও সোহেল বেপারীর কাছ থেকে পঞ্চাশ পিছ ইয়াবা উদ্ধার করা হয় । তাদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বৃহস্পতিবার আসামীদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে হাজির করলে বিচারক জেল হাজতে প্রেরন করেন ।
