এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
তালায় ইজিবাইক ও পরিবহনের মুখোমুখি সংর্ঘষে আঃ মজিদ নামক এক ব্যাক্তি নিহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়,শুক্রবার আনুমানিক ১টার সময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পাইকগাছা অভিমুখি এসপি গোন্ডেন লাইন ঢাকা মেট্র ব ১৪৯৫৬৬ তেতুলিয়ার শরবতের মোড় নামক স্থানে এসে পৌছলে তালা থেকে ছেড়ে আসা ইজি বাইকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। ঘটনাস্থল থেকে আঃ মজিদ সরদার (৫৫) ,শাহাপুর,তালা সাতক্ষীরা মারাতœক ভাবে আহত হয়। তাকে দ্রুত খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু বরন করেন ।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
