এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
তালা থানার মাদক বিরোধী ও বিশেষ অভিযান চলাকালে এক মাদক ব্যাবসায়ী ,পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে তালার ঘোষনগর খোয়ঘাট নামক স্থান ৭০ পিচ ইয়াবা পাচার করার সময় কুখ্যাত মাদক ব্যাবসায়ী শাহিনুর রহমান(৩৫)পিতা:মৃত বাবর আলী সাং:নাছিমপুর পাইকগাছা আটক করে পুলিশ । অন্যদিকে বিশেষ অভিযান চলাকালে জিআর২৬৪/১৭ মামলার আসামী জিয়া আকুজ্ঞী পিতা-মৃত ছাদেম আলী,সাং-জেঠুয়া,তালা ,সাতক্ষীরা কে আটক কার হয়েছে ।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান ,আসামীদের গ্রেফতার পুর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
