এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুর পাকার মাথায় রাস্তাার পাশে একটি হাতি বেঁধে রেখে আজ বৃহস্পতিবার সকালের খাবার খেতে যায় হাতি পরিচালনাকারী মাহুত।এর কিছুক্ষণ পর এলাকার কয়েকজন শিশু হাতি দেখার জন্য সেখানে উপস্থিত হয়ে ঢিল মেরে হাতিকে উত্যক্ত করায় জিহাদ(৮)পিতা হাসান গাজী নামের এক শিশুকে শুঁড়ে তুলে নিয়ে পদতলে পিষ্ট করে ফেলে।ফলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার মুহুত্তে মাহুত পালিয়ে যায় । মাহুত কে না পেয়ে হাতি টিকে আটক করেছে পুলিশ। তালা থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল হাতিটি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ।
