সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা ঃ
গলাচিপায় ছাত্রলীগের দু’পক্ষের সংর্ঘষে কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র মোঃ ইলিয়াস মাহমুদ সহ ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার আমখোলা বাজার খেয়াঘাটে। গুরুতর আহত ইলিয়স মাহমুদ সাদ্দাম (২৬) ও মোঃ সোহাগ সিকদার (২৫) কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, উপজেলা আমখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহাগ সিকদারের ঈদুল ফিতরের শুভেচ্ছা ব্যানার কে বা কাহারা ছিড়ে ফেলে। এ বিষয় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমকে জিজ্ঞাসা করলে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজাউলের নেতৃত্বে ১৫/১৬ জন সন্ত্রাসী সোহাগকে বেধরক মারধর করতে থাকে। এ সময় কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ও ঢাকাস্থ গলাচিপা ছাত্র কল্যান পরিষদের সাধারণ সম্পাদক ইলিয়াস মাহমুদ সাদ্দাম সোহাগকে উদ্ধার করতে গেলে রেজাউল ও জাফর স্বর্নামত এর নেতৃত্বে সন্ত্রাসীরা ক্ষুর দিয়ে কুপিয়ে সাদ্দামকে গুরুত্বর আহত করে। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন জানান, কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
