সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা ঃ
পটুয়াখালীর গলাচিপায় বৃহস্পতিবার টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে নগদ ২ লক্ষ ৩৩ হাজার টাকা ও ৯৩ বান ঢেউটিন বিতরণ করেন পটুয়াখালী-৩ আসনের এমপি আ.খ.ম. জাহাঙ্গীর হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহম্দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি। পানপট্টি ইউনিয়ন পরিষদের সম্মুখে পানপট্টির সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১৩ টি পরিবারের প্রত্যেক পরিবারকে ৭ হাজার টাকা ও ৩ বান ঢেউটিন এবং আংশিক ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের প্রত্যেকে পরিবারকে ৩ হাজার টাকা ও ১ বান ঢেউটিন বিতরন করা হয়। গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিন বোয়ালিয়া গ্রামের ১৪টি সম্পূর্ণ ও ১০টি আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরন করা হয়।
