এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
তালায় ভুয়া পুলিশ/আনসার ব্যাটিলিয়ান সদস্য পরিচয় প্রদান কারি এক যুবককে আটক করেছে থানা পুলিশ। যুবকের নাম মাতলুব হোসেন লিওন(২৬) পিতা : জামাল শেখের গ্রাম:আটারই,তালা,সাতক্ষীরা ।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, লিয়ন নামের এক যুবককে গতকাল রাত্রবেলা আটক করা হয়েছে। এছাড়া তার ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য মহামান্য আদালতের কাছে রিমান্ডের আবেদন করা হবে।
স্থানীয়রা জানায়, লিয়ন দীর্ঘদিন যাবৎ পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে আসছিল। তার নামে রয়েছে একাধিক ফেসবুক এ্যাকাউন্ট। একটি ফেসবুক এ্যাকাউন্টে সে পরিচয় দিয়েছে, সে বাংলাদেশ পুলিশ সদস্য, অন্য একটিতে পরিচয় দিয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান সদস্য। সে পুলিশের পরিচয় ব্যবহার করে অসচেতন মানুষদের ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করে চলেছিল। তার নামে একাধিক নারী কেলেঙ্করী ও ব্লাকমেইলের অভিযোগও রয়েছে।
