বিজয়ের ডাক ডেষ্ক ঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন গলাচিপা উপজেলা ও পৌর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান আজ ৮জুন শুক্রবার বিকেলে গলাচিপায় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন গলাচিপা উপজেলার শাখার সভাপতি (এ্যাডভোকেট) মোঃমোহাম্মাদ শামীম মিয়া এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক (সাংবাধিক) মোঃ ইউনুচ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যপক সন্তশ কুমার দে সভাপতি গলাচিপা উপজেলা আওয়ামিলীগ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ জাহিদ হোসেন আফিসার ইন চার্জ গলাচিপা থানা , আল হাজ্ব মোঃ গোলাম সরোয়ার ফোরকান সন্ময় কারী বাংলাদেশ মানবাধিকার কমিশন পটুয়াখালী ও বরগুনা জেলা। মোল্লা নাসির উদ্দিন বাংলাদেশ মানবাধিকার কমিশন সাধারন সম্পদক পটুয়াখালী জেলা। অধ্যক্ষ মোঃ রফিকুল আলম দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি গলাচিপা উপজেলা । প্রফেসর রাশিদুল ইসলাম রাশেদ, এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম ,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মজিবুর রহমান প্যাদা সহ-সভাপতি গলাচিপা উপজেলা আওয়ামিলীগ, সরদার মোঃ শাহ-আলম যুগ্ম সাধারন সস্পাদক গলাচিপা উপজেলা আওয়ামিলীগ , সমিত কুমার দত্ত মলয় সভাপতি গলাচিপা প্রেস্ ক্লাব, মোঃ জলিল মিয় প্রধান শিক্ষক দক্ষিন পূর্ব গোলখালী মাধ্যমিক বিদ্যালয়, ডাঃ এস বিমল সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন গলাচিপা পৌর শাখা মোঃ নাসির উদ্দিন চেয়ারম্যান গোলখালী ইউপি । শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ মনিরুজ্জামান ধর্ম বিষয়ক সম্পদক বাংলাদেশ মানবাধিকার কমিশন গলাচিপা উপজেলা শাখা
