হারুন অর রশিদ
হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান মো: ইসহাক আকন(৬৫) মঙ্গলবার রাত ৯টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ——রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১১টায় হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে গোলখালীর হরিদেবপুর গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন গোলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আখম জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান লিকন শোক জানিয়েছেন।
