হারুন অর রশিদ
মঙ্গলবার গলাচিপায় ভেজাল খাদ্য রাখার দায়ে দুটি দোকানে পৃথক অভিযান চালিয়ে ৩৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়।
সূত্র জানায়, মঙ্গলবার সকালে গলচিপা পৌরশহরে ৭নং ওয়ার্ডে পূর্ব বাজারে অভিযান চালায়। ভেজাল খাদ্য রাখার অপরাধে খুলনা দধিঘরকে ২৫হাজার টাকা ও নিউ সাতক্ষিরা দধি ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করে এবং পরবর্তীতে মালিক পক্ষকে সতর্ক হওয়ার জন্য নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌছিফ আহমেদ।
