এস এম হাচান আলী বাচ্চু,তালা(সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় ফের বেওয়ারিশ নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। কোন কুমারী মা সন্তানটিকে জন্ম দেওয়ার আগেই অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে লাশটি ফেলে রেখে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান,আজ সকাল ১২টার সময় তালার খেয়াঘাট নামক স্থানে নদীতে নাবজাতকের লাশ দেখতে পায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম,এস আই মিজান সহ সঙ্গীয় ফোর্স লাশটি উদ্ধার করে । ধারনা করা হচ্ছে লাশটির গর্ভধারণ বয়স ৪-৫মাস । লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
উল্লেখ্য যে, মার্চ তালার জেয়ালা ঘোষপাড়া এলাকার একটি খাল থেকে ১টি ও জাতপুর ওহাবের বাঁশ বাগান থেকে ১টি নবজাতকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত ঐ লাশের কুলকিনারা করতে পারেনি ।
