সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় ৩৭৮ জনকে ভিজিডি’র চাল বিতরণ করা হয়। উপজেলার আমখোলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হেলাল হাং ও সচিব রমিজ উদ্দিনের নেতৃত্বে ৯ টি ওয়ার্ডে হত দরিদ্রদের মাঝে চাল বিতরন করা হয়। এ বিষয়ে হত দরিদ্র ফাতেমা বেগম, নিলুফা বেগম, জোৎস্না বেগম, শিল্পী রাণী, আ: রব, ফোরকান, জসিম এরা জানান, ভিজিডি’র চাল প্রতি মাসে জন প্রতি ৩০ কেজি মাথাপিছু থাকলে তিন মাসে ৯০ কেজি করে চাল পেয়েছি। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যরা চাল বিতরণে কোন অনিয়ম করে না। চালের বস্তা খোলা নিয়ে জানতে চাইলে হত দরিদ্র লোকেরা বলেন আমরা কোন খোলা বস্তা পাই না। এ ব্যাপারে আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরিুজ্জামান মনির জানান, আমি অসুস্থতার কারণে পরিষদে আসতে পারি নাই। ইউপি সদস্য ও সচিবকে অনুমতি দিয়েছি সুষ্ঠু ও সুন্দরভাবে ভিজিডি’র চাল বিতরণ করতে। আমি কোন অনিয়ম বরদাস্ত করব না। তিনি আরও জানান, হত দরিদ্রদের চাল রাখার গোডাউনটি ঝুঁকিপূর্ণ। ছাদ থেকে ভিতরে পানি পড়ায় গোডাউনটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। ইউপি সদস্য হেলাল হাওলাদার বলেন, গোডাউনটির ছাদ ভেসে পানি পড়ায় হত দরিদ্রের চাল রাখা যায় না। তাই এই ইউনিয়নের একটি বড় সমস্যা বলে তিনি জানান।
