সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে আবু বকর (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবু বকর হলেন উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মোল্লা বাড়ির শাহআলম মোল্লার ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১ টার দিকে নিজ বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে বেড়িবাঁধ করার সময় বজ্রপাতে আবু বকরের মৃত্যু হয়। এ ব্যাপারে গোলখালী ইউপি চেয়ারম্যান মু. নাসির উদ্দিন হাওলাদার বলেন, বজ্রপাতে আবু বকরের মৃত্যু হয়েছে। তার দাফন কার্য সম্পন্ন হয়েছে।
