মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী।
বর্তমানে ধর্ষন ভয়াবহ আকার ধারন করেছে। যার ফলে বাদ যায়নি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হতদরীদ্র কৃষকের ১৫ বছরের কিশোরী মেয়ে। মামলা সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ২০১৮ইং তারিখে বিকেলে হতদরীদ্র কিশোরী চিকনীকান্দি বাজার থেকে ফিরার পথে, আরমান সরদারের বাগানের পাশের রাস্তায় পৌছালে, সেকান্দার মোল্লার ছেলে আনোয়ার, আব্দুর রহিম সিকদারের ছেলে নাঈম, এজাহার বয়াতীর ছেলে বাচ্চু ও পিতা অজ্ঞত জলিল সহ কিশোরীকে মুখ চেপে জাকির সরদারের বাগানে নিয়ে ধর্ষন করে। বিষয়টি স্থানীয় ভাবে জানা জানি হলে আসামীরা বিভিন্ন হুমকিতে ঘটনা ধামা চাপা দেয়ার চেষ্টা করে, স্থানীয় শালিসি ব্যবস্থার কথা বলে পথ আটকে রাখে বলে জানিয়েছে ভিকটিম ও তার পরিবার। এ বিষয়ে মামলার আসামীদের সাথে যোগাযোগ হলে, কিশোরীর চরিত্রগত দোষারোপ করে এরিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের বাবা মোঃ চানঁ মিয়া সরদার বাদী হয়ে গলাচিপা থানায় চারজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১)৩০ ধারায় মামলা করেন। যার মামলা নং ২৪/৭৭।
