মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী।
বাংলাদেশ কৃষিআবাদী দেশ হিসেবে বর্হিবিশ্বে স্বনামখ্যাত অর্জনে দেশকে সমৃদ্ধশালী করে, বর্তমান জনসচেতনতা হওয়ায় নিজ বসত বাড়ির আঙ্গীনায় উন্নত প্রজাতীর আঙ্গুর চারা রোপন করে সফলতার মুখ দেখছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনীকান্দী ইউনিয়নের মোঃ মিঠু মিয়া। সরেজমিনে ২৭ এপ্রিল শুক্রবার তার বাড়িতে গিয়ে দেখা যায়, খালী জায়গায় বিভিন্ন রকমের ফলজ, শাকসব্জি চারা লাগিয়ে সফলতার মুখ দেখছেন উদ্দ্যক্তা মোঃ মিঠু। তিনি প্রতিবেদককে জানান, কলাপাড়া উপজেলা থেকে উন্নত প্রজাতীর আঙ্গুর চারা সংগ্রহ করে দীর্ঘ এক বছর যত্ন করার পর এবছর আঙ্গুর চারায় আল্লাহ্র ইচ্ছায় ভালো ফলন ধরেছে। আশা করছি আগামীতে বানিজ্যিক ভাবে আঙ্গুর ফলের বাগান তৈরী করব ইনশা্আল্লাহ্। এবিষয়ে ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার রনি আহমেদ জানান, আঙ্গুর ফলের চাষাবাদ খুব ভালো এবং লাভজনক, এতে অধিক পরিমাণের জায়গাজমির প্রয়োজন হয়না, নিজ বাড়ীর আঙ্গিনায় চারা লাগিয়ে একটু যত্নশীল হলেই খুব ভালো ফলন পাওয়া যায়। অন্যদিকে উপজেলা কৃষি অফিসার আব্দুল মন্নান বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব, আমরা প্রতিটি কৃষকগোষ্ঠীকে বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছি। তরুন প্রজন্মের যুবক মিঠু ভাইয়ের কৃষি আঙ্গুর ফলনসহ বিভিন্ন উদ্দোগকে উপজেলা কৃষি অফিস স্বাগত জানাচ্ছে, পাশাপাশি তার আঙ্গুুর ফলের চাষাবাদ সর্বদিক থেকে সহযোগীতা করবেন বলে মুঠো ফোনে জানান।
