আল আমিন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
রাঙ্গাবালীতে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সজিব (২১) নামের একজনকে আটক করেছে চরমোন্তাজ তদন্তকেন্দ্রের পুলিশ। শনিবরি রাত ১ টার দিকে পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন বাজার থেকে তাকে আটক করা হয়।
চরমোন্তাজ তদন্তকেন্দ্রর ইনচার্জ সুদেব হাওলাদার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মাসুদ রানা ও এ এস আই মাফুজ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সজিবকে আটক করে দেহ তলাশী করলে ৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে পেশাদার একজন মাদক বব্যবসায়ী।
পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। সজিব চরবেস্টিন গ্রামের মোঃ বাচ্চু খন্দকারের পুত্র। চরমোন্তাজ তদন্তকেন্দ্রর ইনচার্জ সুদেব হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক কৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
