বিজয়ের ডাক ডেষ্ক ঃ বলিউডের খ্যাতিমান অভিনেত্রী শ্রীদেবী চলে গেলেন না ফেরার দেশে। তিনি শনিবার রাত ১১টা ৩০ মিনিটের সময় দুবাইয়ে মারা যান। শ্রীদেবীর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। শ্রীদেবী স্বামীর ছোট ভাই সঞ্জয় কাপুর মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি আরো জানান একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে শ্রীদেবী স্বামী ও ছোট মেয়েকে সঙ্গে নিয়ে দুবাই যান এবং সেখানে হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা যান। ৫৪ বছর বয়সের ৫০ বছরই তিনি কাটিয়েছের অভিনয় করে। ৪ বছর বয়স থেকে তার অভিনয় জীবন শুরু হয়।
