ডিভিশন পেতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আদালতে আবেদন করেছেন দুই আইনজীবী। রবিবার সকালে আমিনুল ইসলাম ও জাকির হোসেন ভূঁইয়া এই আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষীতে আদালত জেলকোড অনুযায়ী খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জিয়া এ আদেশ দেন।
