বিজয়ের ডাক ডেষ্ক ঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
হাসান মামুনের মামা মিজানুর রহমান লিটন জানান বুধবার রাত আনুমানিক দেড়টার সময় হাসান মামুনের শান্তিনগরের বাসা থেকে সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে । তিনি আরও জানান তাকে এখন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
উল্লেখ্য গত মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে গুলশানের বাসায় ফেরার সময় খালেদা জিয়ার গাড়িবহরের সামনে থাকা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা প্রিজন ভ্যানের তালা ভেঙে আটক দুই নেতাকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনায় শাহবাগ ও রমনা থানায় বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করে কয়কশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই হামলার পর গত দুইদিনে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, অনিন্দ্য ইসলাম অমিত, আজিজুল বারী হেলালসহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় হাসান মামুনকে আটক করা হয়েছে বলে জানান তার মামা লিটন। তিনি অতি দ্রুত তার মুক্তির দাবি জানান।
