আঁচিল সাধারনত ২ ধরনের হয়ে থাকে এর মধ্যে ১টি দেখতে অনেকটা ফুলকপির মতো আর অন্যটি মসৃণ। ইহা শরীরের যে কোনো স্থানে বিশেষ করে হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, মুখে বেশি দেখা যায়। তবে কোন কোন আঁচিল থেকে অল্প স্পর্সেই রক্ত বের হয়।
চিকিত্সা না করলে আঁচিল সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। তাই যত তারাতারি সম্ভব আঁচিলের চিকিত্সা করা উচিত।
আঁচিল কোন ছোয়াচে রোগ নয় তাই এর সংস্পর্শে আসলেও অপর জনের আঁচিল হওয়ার সম্ভাবনা নেই। তবে বংশগত ভাবে একজনের আঁচিল থাকলে অন্যজনের সেটা হওয়ার সম্ভবনা থাকে।
সাধারনত দুই এক মাসের মধ্যে আঁচিল ভালো হয় না। এর জন্য দীর্ঘ দিন ধৈয্য ধরে ঔষধ সেবন করতে হয়। হোমিও ঔষধ থুজা মাদার আঁচিলের স্থানে দিনে ৩ বার তুলা দিয়ে লাগাতে হবে এবং ২০০ শক্তি দিনে তিনবার সেবন করতে হবে।
