বিজয়ের ডাক ডেষ্ক ঃ প্রতি বছরই ভারতে ‘তাজমহল’ দেখতে ভিড় করেন কয়েক লাখ দর্শনার্থী। এর প্রভাব পড়তে শুরু করেছে ১৭ শতকের এ স্মৃতিস্তম্ভে । ফলে তাজমহল সংরক্ষণের অংশ হিসেবে ভারত দৈনিক দর্শনার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নিয়েছে । তবে বিদেশীদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। খবর এএফপি। তাজমহলের ক্ষতি কমাতে প্রতিদিন কেবল ৪০ হাজার দর্শনার্থীকে চত্বরে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, আমাদের তাজমহল ও এর পাশাপাশি দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভিড় ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। এ বিধিনিষেধ বিদেশীদের জন্য প্রযোজ্য হবে না। তাজমহল দেখার জন্য বিদেশীদের ১ হাজার রুপি (১৬ ডলার) পরিশোধ করতে হয়। অন্যদিকে ভারতীয় দর্শনার্থীদের ৪০ রুপি বা ১ ডলারের কম ব্যয় করতে হয়। তবে যদি তারা ১ হাজার রুপি পরিশোধ করতে আগ্রহী হন, সেক্ষেত্রে তারা প্রবেশ করতে পারবেন।
