Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / ৩ দিন বিদ্যুৎ হীন গলাচিপা

৩ দিন বিদ্যুৎ হীন গলাচিপা

জসিম উদ্দিন, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় ৩ দিন ধরে বিদ্যুৎ না থাকায় অন্ধকারের চাঁদরে ঢাঁকা গোটা উপজেলা। জনজীবন বিপর্যস্ত। গত সোমবার সকালে হঠাৎ বয়ে যাওয়া ঘূর্নীঝড়ের কারনে বিভিন্ন এলাকায় গাছ ভেঙ্গে পড়ায় বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ার কারনে উক্ত অবস্থ্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিদ্যুতের আলো না থাকায় গোটা উপজেলা আমাবস্যার মত অন্ধকারে নিমজ্জিত। বৈরি আবহাওয়ার কারনে দিনের বেলায়ও অফিস আাদালতের কাজ করতে দেখা গেছে মোম বাতি জ্বালিয়ে। এস এস সি পরীক্ষা চলমান ও সামনে মার্চের প্রথম সপ্তাহে এইচ এস সি পরীক্ষা। ছাত্র- ছাত্রীদের মোমের আলোতে লেখাপড়া করতে দেখা গেছে। ব্যাবসা প্রতিষ্ঠানেও মোম বাতি জ্বলতে দেখা গেছে। বিদ্যুৎ না থাকায় ফ্রীজে রাখা মাছ অনেকের নষ্ট হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হল, বাসাবাড়ীতে সাপ্লাই পানি না পাওয়ার কারনে অবস্থা প্রকট আকার ধারন করেছে। বিদ্যুৎ না থাকায় সাপ্লাইতে পানি উত্তোলন করা সম্ভবপর হয়নি বলে জনজীবন বিপর্যস্ত। চলছেনা ছোট ছোট কল কারখানা। বিদ্যুৎ না থাকায় বরফ কল গুলোতে বরফ উৎপাদন বন্ধ রয়েছে এর ফলে জেলদের ধরা বিভিন্ন মাছ পচন ধরায় নদীতে ফেলে দিতে হচ্ছে। এ যেন এক ভূতুরে এলাকা। পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ৩২ কেভী লাইনে সমস্যা থাকায় এ অবস্থ্যার সৃষ্টি হয়েছে বলে তারা জানিয়েছেন। বুধবারের ভিতরে হয়ত লাইন সচল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …