Breaking News
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধা / ৩১- গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ১৪ জন ও জাসদের ১ জন প্রার্থী

৩১- গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ১৪ জন ও জাসদের ১ জন প্রার্থী

আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা জেলা সংবাদদাতা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আওয়া লীগের ১৪ জন ও জাসদের ১ জনসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন ।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী অফিস থেকে পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান এমপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. ইউনুস আলী সরকার, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহামুদুল হক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বঙ্গবন্ধু পরিষদ গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা ডা. শাহ্ মো. ইয়াকুব-উল-আজাদ, আমেরিকা প্রবাসী আবু জাহিদ নিউ, মনোহরপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগের উপদেষ্টা কমিটির সদস্য মাজেদার রহমান দুলু, পলাশবাড়ী উপজেলা আওয়ামী মহিলালীগের সাবেক সভাপতি শ্যামলী আক্তার, সাদুল্লাপুর সাদুল্লাপুরের তৃণমুল আ’লীগ নেতা আজিজার রহমান বিএসসি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহারিয়ার খান বিপ্লব, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা-বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল ও গাইবান্ধা জেলা পরিষদ সদস্য এম.এস রহমান। এছাড়াও ১৪ দল থেকে জাসদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও গাইবান্ধা জেলা যুবজোট সভাপতি সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম খাদেমুল ইসলাম খুদি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা স্ব-স্ব নেতাকর্মী ও তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ডা. ইউনুস আলী সরকার নির্বাচনে অংশগ্রহণ করে গাইবান্ধা-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
শনিবার সন্ধা এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আওয়ামী লীগের ১৪ জন ও জাসদের ১ জনসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা যায়।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …