Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / সড়কে মেধাবী ছাত্রীর মৃত্যুতে গলাচিপায় মানববন্ধন

সড়কে মেধাবী ছাত্রীর মৃত্যুতে গলাচিপায় মানববন্ধন

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় মেধাবী স্কুলছাত্রী মোসা. সুমাইয়া আক্তার রিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় “নিরাপদ সড়ক চাই” – এর দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলার রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার মো. শাকিল খান ও রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন – এর নেতৃত্বে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ মানববন্ধনে অংশ নেয়।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. রিয়াজ খলিফা, ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম, ইউপি সদস্য মো. জিয়া খলিফা, রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, রতনদী তালতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার শীল প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার ব্যাটারী চালিত যাত্রীবাহী অটোবাইক বোরাকের মুখোমুখী সংঘর্ষে রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোসা. সুমাইয়া আক্তার রিয়া (১৪) নিহত হয়।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …