Breaking News
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধা / সাদুল্যাপুরে ড্রেনের দুষিত পানি বন্ধের দাবীতে মানববন্ধন

সাদুল্যাপুরে ড্রেনের দুষিত পানি বন্ধের দাবীতে মানববন্ধন

আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়কের পাশ্ব সংযোগ ড্রেনের দুষিত পানি সরবরাহ বন্ধের দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় কৃষক মহল। বুধবার সকাল ১১টার দিকে ওই সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।

সাদুল্যাপুর পশ্চিম পাড়াস্থ তালগাছ তলা থেকে মোন্নাফের বাড়ি সংলগ্ন ব্রিজ পর্যন্ত পয়ঃনিস্কাশনের নির্মানাধীন ড্রেনের দুষিত পানি সরবরাহে মাছ চাষসহ শতাধিক একর ফসলি জমির ক্ষতির আশঙ্কায় এ মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তব্য দেন, সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা, বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, সাবেক ভিপি আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, ছাত্রনেতা মেহেদী হাসান রিগ্যান, কৃষক মোন্নাফ মিয়া, মাহাবুবুল আলম হিটলু, জামিনার রহমান ও নুরুল ইসলাম প্রমূখ। উক্তস্থানের ড্রেনের পানি নিঃস্কাশন বন্ধের দাবী জানান বক্তারা।

মানববন্ধন শেষে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেন কৃষক মহল। এ কর্মসূচীতে এলাকার কয়েক শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …