আল কাদরী কিবরীয়া সবুজ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় একই দিনে যাত্রার শিল্পীসহ দু’নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ধাপেরহাট পল্টনমোড় (গোবিন্দপুর) গ্রামে মমতাজ প্রামানিক এর বাসা ভাড়া নিয়ে থাকতো যাত্রাগানের নতর্কী ময়ুরী বেগম (২২) রহস্য জনক কারনে শনিবার ভোরে তার নিজ শয়ন কক্ষে ঘরের তীরের সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করে। সাদুল্যাপুর থানা পুলিশ ময়ুরীর লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠিয়ে দেয়। অপর দিকে সদরপাড়া গ্রামের তাহেরুলের স্ত্রী মাজেদা বেগম কাকরী (৪৭) শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে। বাড়ীর লোকজন টের পেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যুবরণ করেন। এ নিয়ে রংপুর সদর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
