Breaking News
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধা / সাঘাটায় বৈশাখী ভাতা প্রদান করায় আনন্দ র‌্যালী

সাঘাটায় বৈশাখী ভাতা প্রদান করায় আনন্দ র‌্যালী

আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় গতকাল রোববার এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ০৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে এক আনন্দ র‌্যালী বের করা হয়। সাঘাটা উপজেলা শিক্ষক-কর্মচারীদের উদ্দ্যোগে আনন্দ র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা সাঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোমিতুল হক নয়ন, অধ্যক্ষ শহীদুল্লাহ, অধ্যক্ষ আফজাল হোসেন, অধ্যক্ষ হুমায়ুন কবির তুহিন, জেলা পরিষদ সদস্য ও প্রভাষক সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাজু, শহীদুল ইসলাম, আসাদুল ইসলাম, রাশেদুল, সুপার জসিম উদ্দিন, রেজাউল করিম, আবু বক্কর সিদ্দিক, জুলফিকার হায়দার শাহীন, মিজানুর রহমান প্রমুখ।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …