শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা সংবাদদাতা ঃ
সারা বাংলাদেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একযোগে শহীদদের স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করা হয়। গতকাল বুধবার উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ১০টায় শহীদদের স্মরণে গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার এমদাদুল হক বাবলু, সহকারি উপজেলা শিক্ষা অফিসার খাইরুল ইসলাম, প্রধান শিক্ষক রওশন আলম, জিয়ারুল ইসলাম জিয়া প্রমূখ। মহান স্বাধীনতার যুদ্ধে নিহত ত্রিশ লক্ষ শহীদদের স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়। সেই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ উপজেলার তিনশত শিক্ষা প্রতিষ্ঠানে ছয় হাজার গাছের চারা রোপন করা হয়।
