সঞ্জিব দাস, গলাচিপা, (পটুয়াখালী)
গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সেতুর টোলপ্লাজা থেকে বৃহস্পতিবার সকালে ট্রাক বোঝাই দুই লাখ অবৈধ বাগদা রেনু আটক করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। র্যাব-জানায়, জেলার গলাচিপা উপজেলার বদনাতলী লঞ্চঘাট থেকে খুলনার উদ্দেশ্যে রেনুগুলো পাচার করা হচ্ছিল। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং আটককৃত রেনু নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। র্যাব-পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার সুরত আলম জানান, চলতি মৌসুমে একটি সিন্ডিকেট আইন অমান্য করে মুক্ত জলাশয় থেকে অবৈধভাবে চিংড়ির রেনু শিকার করে পাচার করছে। এই চক্রকে আটক করার জন্য র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
