Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / রাঙ্গাবালীতে নৌ দূর্ঘটনায় আহত- ১

রাঙ্গাবালীতে নৌ দূর্ঘটনায় আহত- ১

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুন -মুখা নদীতে বেলা ১২ টায় নৌ দূর্ঘটনা ঘটে । এ ঘটনায় শাহ-আলম নামে এক যুবক আহত হয়।জেলে সূএে যানা যায় ভোর রাতে ইঞ্জিন চালিত ট্রলার মাছ শিকারের উদ্দেশ্য আগুন-মুখা নদীতে পাড়ি জমান। বেলা ১২ টায় মাছ শিকারে নদিতে জাল দেয়া হয় এ সময় চলতি ইঞ্জিন এর পাখায় জাল মিশে যায় তাৎক্ষনিক সে সরিয়ে দিতে চাইলে পাখায় তার হাত আটকা পড়ে এতে তিনটি আংগুল শরীর থেকে আলাদা হয়ে যায়। এ সময় চিৎকার করলে নুরুল নামে এক জেলে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসেন। এব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অনিক মল্লিক জানান সাথে মানুষ থাকায় বড় কিছু হয়নি কিছু দিন বিশ্রামে থাকলে সুুস্থ হয়ে উঠবে।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …