Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / রাঙ্গাবালীতে নবাগত ইউএনও’র মতবিনিময়

রাঙ্গাবালীতে নবাগত ইউএনও’র মতবিনিময়

নিয়ামুর রশিদ শিহাব, বিশেষ প্রতিনিধি
নবাগত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদার সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটু, রাঙ্গাবালী কলেজের অধ্যক্ষ তারিকুল হাসান সোহাগ, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক ও আমলিবাড়িয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুর রহমান প্রমূখ।
এ সময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের সহযোগিতা কামনা করেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …