Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / রাঙ্গাবালীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রাঙ্গাবালীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আল আমিন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পত্তির ঝুঁকি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মন্নান, বাহেরচর ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মশিউর রহমান শিমুল ও ঝুমুর রাণী প্রমুখ। এছাড়া ওই কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …