আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষে থাকুন, মহাজোট প্রার্থীর পক্ষে থাকুন মহাজোট জিতলে শেখ হাসিনা জিতবে এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের মহাজোটের মনোনীত জেলায় জাতীয় পার্টির একমাত্র দলীয় প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি পক্ষে নাঙ্গল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে স্থানীয় ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল ১৭ই ডিসেম্বর সোমবার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে উন্নয়ন কনসাট অনুষ্ঠিত হয়। কনসাটে কেন্দ্রীয় বঙ্গবন্ধু জোটের অতিথি শিল্পীগণ শিল্পীগোষ্ঠীরা মহাজোট সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের নাটক, নাটিকা ও গান পরিবেশন করেন। বিশিষ্ট টিভি অভিনেতা আজিজুল হাকিম,মহাজোটের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি’র পক্ষে লাঙল মার্কার বিজয় নিশ্চিত করতে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন।
কনসাটে বক্তব্য রাখেন মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, রেজাউল আলম রেজা, পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম রানা প্রমূখ। বক্তাগণ মহাজোটের প্রার্থীর পক্ষে এক হয়ে কাজ করার আহবান জানান।
সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর ভোটের দিন নাঙ্গল প্রতিকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের স্বাধীনতার পক্ষের মানুষকে ঐক্যবদ্ধ হওযার অঙ্গিকার করান। এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।