বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন আজ ২৯ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টা৫ মিনিটে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার খবর পাওয়া গেছে । তিনি দীর্ঘ ১ মাস ২৭ দিন পর জামিনে মুক্ত হলেন।
উল্লেখ্য জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে গুলশানের বাসায় ফেরার সময় খালেদা জিয়ার গাড়িবহরের সামনে থাকা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা প্রিজন ভ্যানের তালা ভেঙে আটক দুই নেতাকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনায় শাহবাগ ও রমনা থানায় বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করে কয়কশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই হামলার পর গত দুইদিনে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, অনিন্দ্য ইসলাম অমিত, আজিজুল বারী হেলালসহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় হাসান মামুনকে আটক করা হয়েছে বলে জানান তার মামা লিটন।
