Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / বাউফলে ডাব গাছ থেকে পড়ে গিয়ে স্কুল ছাএ নিহত

বাউফলে ডাব গাছ থেকে পড়ে গিয়ে স্কুল ছাএ নিহত

মোঃ রিয়াজ মোল্লা, বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মোঃ সিফাত হোসেন(১২)নামের এক স্কুল ছাএ ডাব গাছ থেকে পরে গিয়ে মারা যায়। মোঃ সিফাত হোসেন বাউফল উপজেলার ৪নং কেশবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর উওর মমিনপুর গ্রামের মোঃ হানিফ গাজির ছেলে এবং কমলাপুর এন এস মাধ্যমিক বিদ্যালয় এর সপ্তম শ্রেনীর একজন মেধাবী ছাএ। স্থানীয় ভাবে জানা জায়, মোঃ সিফাত গত ০৫/০৯/২০১৮ইং রোজ বুধবার ডাব পারার জন্য ডাব গাছে উঠলে সে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তারপর তাকে নিজ এলাকায় সাধারন চিকিৎসা দিয়ে ঢাকা পিজি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে ফেরত দিলে সিফাত কে দেশের বাড়ী নিয়ে আসে তার অভিবাবকরা,সিফাত কয়েকদিন যাবত মৃত্যুর সাথে পান্জালরেও বাঁচতে পারলোনা। অবশেষে আজ সকাল ৮টা৩০মি:এর সময় নিজ বাড়ীতে শেষ নিস্বাশ নেন। সিফাতের মৃর্তুতে শোকাহত স্থানীয় চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন লাভলু,এন এস মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক বৃন্দ,সকল ছাএ ছাএীরা এবং সিফাতের এলাকাবাসি সহ ৪নং কেশবপুর ইউনিয়ন বাসি গভির শোকাহত।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …