Breaking News
Home / সারাদেশ / বরিশাল / বরগুনা / বরগুনার বামনায় ইসলামী ব্যাংক এর এজেন্ট শাখা উদ্বোধন

বরগুনার বামনায় ইসলামী ব্যাংক এর এজেন্ট শাখা উদ্বোধন

মোঃ বেলাল আহমেদ, বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে ইসলামী ব্যাংক এর এজেন্ট শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ০৪ টার সময় উপজেলার ডৌয়াতলা বাজারের সাহেরা – হালিম প্লাজার ২য় তলার ফ্লোরে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন অনানুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সভাপতি আব্দুস ছালাম ফিতা কেটে ব্যাংক শাখার উদ্বোধন করেন। এতে স্থানীয় বাজারের সকল দোকানদারসহ দূরদূরান্ত থেকে আসা সকর শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইভিপি ও জোনাল হেড বরিশাল জোন সালাম, বিশেষ অতিথিরা ছিলেন এভিপি ও মঠবাড়িয়া শাখা প্রধান মোঃ মাহবুবুর রহমান, অফিসার বরিশাল জোন মোঃ জুয়েল রানা, বামনা উপজেলা ভাইসচেয়ারম্যান মো. আলতাফ হোসেন এবং সাংবাদিক তরিকুল ইসলাম প্রমুখ।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …