Breaking News
Home / সারাদেশ / ঢাকা / নারায়নগঞ্জ / ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক কুতুবে আলমের ছেলে স্বাধীনের ৪র্থ জন্মবার্ষিকী

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক কুতুবে আলমের ছেলে স্বাধীনের ৪র্থ জন্মবার্ষিকী

এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
১০ নভেম্বর ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এ.আর. কুতুবে আলম ও কুয়াকাটা নিউজ এবং ইয়াদ পত্রিকার ষ্টাফ রিপোর্টার মুন্নি আলম মনি‘র ২য় ছেলে মাহাদী আলম স্বাধীনের ৪র্থ জন্মবার্ষিকী উপলক্ষে নিজ বাস ভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চৌধুরীবাড়ি এলাকার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এ.আর. কুতুবে আলম ও সাংবাদিক, কবি মুন্নি আলম মনি‘র (১০ নভেম্বর )২য় ছেলে মাহাদী আলম স্বাধীনের ৪র্থ জন্মবার্ষিকী উপলক্ষে নিজ বাস ভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।্
এ.আর. কুতুবে আলম ও মুন্নি আলমের গড়া সৌরভ স্বাধীন কোচিং সেন্টারের শিক্ষার্থীদের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষাথীরা। অনুষ্ঠান সূচী হলো : কবিতা আবৃত্তি, গান ,কৌতুক,একক নৃত্য, দলীয় নৃত্য এবং লটারীতে যে যার ভাগ্যে যা পড়বে সে বিষয় সে তা পারফমেন্স করতে হবে। সন্ধ্যায় রয়েছে কেক কাটার অনুষ্ঠান । পবিরারের সবাই সকল ধর্মের শুভাঙ্খিদের কাছে তার ছোট ছেলে স্বাধীনের জন্য দোয়া চাচ্ছেন। সে যেন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …