Breaking News
Home / সারাদেশ / ঢাকা / নারায়নগঞ্জ / ফতুল্লা মডেল থানায় বদলী আতঙ্কে ভূগছে…!!

ফতুল্লা মডেল থানায় বদলী আতঙ্কে ভূগছে…!!

এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ ) সংবাদদাতা :
ফতুল্লা মডেল থানায় বদলী আতঙ্কে ভূগছে কনস্টেবল থেকে অফিসার পর্যন্ত ।
পুলিশ সূত্রে জানাযায়, নারায়ণগঞ্জ জেলায় গত ১মাস আগে যোগদান করলেন যশোর জেলা পুলিশ সুপার আনিসুর রহমান এবং নারায়ণগঞ্জ থেকে বিদায় নিলেন মো.মঈনুল হক পিপিএম বিপিএম। তিনি যোগদানের পরে জেলার আইন শৃঙ্খলা উন্নতি ও জনগনের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের মধ্যে একটি পরিবর্তন আনতে চেষ্টা করে যাচ্ছে। ফলে জেলা থেকে বিভিন্ন থানায় যারা দীর্ঘদিন চাকুরী করে আসছেন এমনকি এই জেলায় যারা দীর্ঘদিন ঘুরে ফিরে আসছে তাদের তালিকা তৈরী করে সে নতুন ভাবে জেলার সাতটি থানার সব কিছু খতিয়ে দেখছেন। থানাগুলো ঢেলে সাজানোর জন্য পরিবর্তন করছেন। সেই পরিবর্তন ফতুল্লা থানাও হচ্ছে। ফতুল্লা মডেল থানায় কনস্টেবল থেকে অফিসার পর্যন্ত সবাই বদলী আতঙ্কে ভূগছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন মাথায় রেখে জেলা পুলিশের পরিবর্তন চলছে। এত অনেক ভালো ভালো অফিসার সরে যাচ্ছে আবার ফতুল্লার জন্য আনফিট অফিসার যোগদান হচ্ছে। আবার কেহ বর্তমান পুলিশ সুপারের নিজস্ব টীম পরিচয়ে এলাকায় দাবড়িয়ে বেড়াচ্ছে। এরা কেহ আছেন জেলায় কনস্টেবল থেকে এস.আই হচ্ছে আবার কেহ অনেক দিন এই জেলায় এবং ফতুল্লায় চাকুরী করছেন। শুধু সাপ লুডুর খেলার মতো জেলা থেকে অন্য জেলায় বদলী হয়ে গিয়ে আবার তদবীর করে এই জেলায় আসছে এমন পুলিশ অফিসার ভূড়িভূড়ি আছে। অনেকে আছে বিএনপির চারদলীয় সরকারের আমল থেকে বর্তমান সরকারের আমল পর্যন্ত নানাজনকে তদবীর করে ঘুরেফিরে এই জেলাই আছেন।
সচেতন মহলের দাবী নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এই বিষয়ে খতিয়ে দেখবেন এবং ব্যবস্থা নিবেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …