Breaking News
Home / আইন ও আদালত / ফতুল্লায় ৪০৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার-৩

ফতুল্লায় ৪০৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার-৩

এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গত রোববার রাতে ৪শ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা য়ায়, ফতুল্লার মডেল থানার এস.আই শাফিউল আলম গত রোববার রাত দেড়টায় ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ বক্তাবলী মধ্য নগর এলাকা থেকে শাহাদাত হোসেন (২২) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার আ.সালামের ছেলে।
অপরদিকে, নরায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রোববার দুপুরে মধ্য রসুলপর এলাকা থেকে মৃত সাজলু বেপারীর ছেলে রাসেল বেপারী (২৮) কে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। একই এলাকা থেকে তাদের আরেক টীম ঐ দিন দুপুরে ১০৫(একশতপাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেন (২৭) কে গ্রেপ্তার করেছে। সে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন টিয়াখালী গ্রামের মৃত আ. হাইয়ের ছেলে। সে পাগলা মধ্য রসুল পুর এলাকায় ভাড়া থাকে। সেখানে সে মাদক ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …