Breaking News
Home / আইন ও আদালত / ফতুল্লায় বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনের বিরোধ চরমে থানায় অভিযোগ

ফতুল্লায় বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনের বিরোধ চরমে থানায় অভিযোগ

এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ফতুল্লার কাশিরপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই বোনের মধ্যে বিরোধ বিবাদ চরমে। ফতুল্লা মডেল থানায় এই বিবাদের জের ধরে ভাইর বিরুদ্ধে বোন বাদী হয়ে গত ১৫ জানুয়ারী দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন কাশিপুর খিলমাকের্ট এলাকার মৃত কামাল মিয়া। তার মেয়ে বেবী বেগম (৫০) ও তার ছেলে আলমগীর হোসেন (৪২)। বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দুই ভাই বোনে মধ্যে বিরোধ চলছে। গত ১৪ জানুয়ারী আলমগীর হোসেন সহ অজ্ঞাতনামা ৫/৬ জন মিলে বেবীকে মারপিট করার উদ্দেশ্যে তার বাসায় হামলা চালায়। এসময় বেবীর ছেলে ফয়সাল (১৫) কে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এ ঘটনায় ১৫ জানুয়ারী বেবী তার ছোট ভাই আলমগীর হোসেনের বিরুদ্ধে ফতুল্লা মডল থানায় লিকিত অভিযোগ দায়ের করেছে ।
এলাকাবাসী জানান, ভাই বোনের বিরোধ নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার বিচার আচার হয়েছে। কিন্তু দুই জনেই বেপরোয়া তাই সমাধান হয়নি।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …