Breaking News
Home / আইন ও আদালত / ফতুল্লায় দশম শ্রেনির ছাত্রী অপহরন…!

ফতুল্লায় দশম শ্রেনির ছাত্রী অপহরন…!

এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ফতুল্লার গাবতলী এলাকার ইকবাল হোসেনের মেয়ে দশম শ্রেনির ছাত্রীকে প্রেমের ছলে ফুসলিয়ে অপহরন করেছে তাজুল ইসলাম মনা ও তার সহযোগিরা। এ ব্যাপারে ইকবাল হোসেন বাদী হয়ে অপহরনকারীদের বিরুদ্ধে গতকাল ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার উত্তর মাসদাইর গাবতলী এলাকায় মীর্জা বাড়ী বসবাস করছেন মৃত সামশুল হকের ছেলে ইকবাল হোসেন ও তার পরিবার। তার মেয়ে শারমিন আক্তার (১৬) নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে এস.এস.সি নির্বাচনী পরীক্ষা দিচ্ছেন। তাকে স্কুলে ও কোচিংয়ে আসা যাওয়ার পথে প্রেম প্রস্তাব দেয় তাজুল ইসলাম মনা (২২)। সে গত ১৬ অক্টোবর সকাল ৯টায় স্কুলে পরীক্ষা দিতে গেলে একই এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া তাজুল ইসলাম মনা ও তার সহযোগিরা জোর পূর্বক শারমিনকে অপহরন করে নিয়ে অজ্ঞাত স্থানে রাখে। অনেক খোঁজাখুজি করে জানতে পারে মনা ও তার বোন মৌসুমীসহ ৩/৪ জন মিলে এই শারমিনকে অপহরন করে অজ্ঞাত স্থানে রেখেছে।
এলাকাবাসী জানান, অপহরন নয় ভালবাসার টানে শারমিন প্রেমিক মনার সাথে চম্পট মেরেছে।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …